Mithai: বরফির মামী আর নয়! এবার মিঠাইতে কাউন্সিলার হয়ে আসছেন অরিজিতা মুখোপাধ্যায়

ওমির কাহিনী মিটতেই চলে যাওয়ার পর এবার ‘মিঠাই’ (Mithai) ধারাবাহিক আসছে নতুন ভিলেন। বর্তমানে একসাথে অনেক গল্প উঠে আসছে। সম্প্রতি আদিত্য প্রবেশ করেছে গল্পে। এবার শোনা যাচ্ছে খুব শীঘ্রই মোদক বাড়িতে আসতে চলেছে নতুন খলনায়িকা।

মিঠাই ভক্তরা সকলেই জানে সিরিয়ালের শুরুর দিকে তোর্সা খলনায়িকা ছিল। তবে সময়ের সাথে সাথে চরিত্রটি পজেটিভ হয়ে ওঠে। তাই এখন আর তাঁকে খলনায়িকা বলা যায়না। তাই প্রকৃত খলনায়িকা হিসেবে মিঠাইতে আসছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী অরিজিতা মুখোপাধ্যায় (Arijita Mukhopadhyay)।

এর আগেও অরিজিতাকে আমরা অনেক ধারাবাহিকে কাজ করতে দেখেছি, যেমন- খেলনা বাড়ি, ফেলনা, আয় তবে সহচরী। কিন্তু বেশিরভাগই নেগেটিভ চরিত্রে অভিনয় করতে দেখা গেছে অভিনেত্রীকে। আজ কালকের মধ্যেই মিঠাইতে প্রবেশ করতে চলেছে অরিজিতা।

এক কাউন্সিলারের চরিত্রে দেখা যাবে তাঁকে। সেই চরিত্রের নাম হল প্রমিতা লাহা। এই বিষয়ে অভিনেত্রী নিজেই জানিয়েছেন, এবার মিঠাই ধারাবাহিকে দেখা যাবে তাঁকে এবং সম্প্রতি তার শুটিং হয়েছে।

Related Articles

Back to top button