Gatchora VS Jagaddhatri: সোমবার সিংহরায় জুয়েলার্সের মডেল হচ্ছে খড়ি, অন্যদিকে একই সময় আসছে জগদ্ধাত্রী

সোমবার জি বাংলার পর্দায় আসছে নতুন ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri)। টিআরপি লিস্টে গাঁটছড়া’কে জব্দ করতে একই সময় সম্প্রচারিত হবে ধারাবাহিকটি। জগদ্ধাত্রীর প্রথম প্রোমো উত্তেজনা সৃষ্টি করেছে টেলিপাড়ায়। মোকাবিলায় স্টার জলসাও পিছিয়ে নয় একদম কড়া টক্কর দিতে প্রস্তুত। সম্প্রতি সামনে এলো ‘গাঁটছড়া’ (Gatchora) ধারাবাহিকের নতুন প্রোমো যা দেখে নেটিজেনরা বলছে প্রথম দিনেই জব্দ হবে জগদ্ধাত্রী।

আগামী ২৯ শে আগস্ট সিংহরায় জুয়েলার্সের মডেল হিসেবে স্টেজে পারফর্ম করতে দেখা যাবে সিংহরায় পরিবারের সদস্যদের। প্রোমোতে দেখা যাচ্ছে ভারতের বিভিন্ন প্রান্তের পোশাকের সঙ্গে বাংলার সংস্কৃতি ফুটিয়ে তুলেছে খড়ি। সিংহরায় ডায়মন্ড জুয়েলার্সের এই গাঁটছড়া কালেকশান দেখেই হতভম্ব হয়ে গিয়েছে অনেকেই। গাঁটছড়ার এই বিশেষ মহাপর্ব সম্প্রচারিত হবে আগামী সোমবার।

Gatchora VS Jagaddhatri

অন্যদিকে একই সময়ে জি বাংলার পর্দায় শুভ মুক্তি হবে নবাগত সিরিয়াল জগদ্ধাত্রী’র। ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা যাবে টেলি অভিনেতা সৌম্যদীপ মুখোপাধ্যায় (Soumyadeep Mukherjee) ও নবাগতা অঙ্কিতা মল্লিক (Ankita Mallick)-কে। টেলিপাড়ায় ঢুকে প্রথমবারেই মুখ্য চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন অঙ্কিতা আর এই নিয়েই বেশ খুশি অভিনেত্রী। অন্যদিকে জি বাংলার দর্শকেরাও বেশ খুশি যে টিআরপিতে এবার গাঁটছড়া’কে টক্কর দেওয়ার মতো কেউ এসেছে।

Gatchora New Promo and Ankita Mallick

কিন্তু কাল গাঁটছড়ার নতুন প্রোমো সামনে আসায় ভেস্তে গেছে তাদের আশা। অন্যদিকে খড়িকে একদম অন্যরূপে দেখে বেজায় খুশি খড়ি-ঋদ্ধি ভক্তরা। তারা এটাও দাবি করেছেন সোমবার খুব কম মানুষই জগদ্ধাত্রী দেখবে, স্টার জলসার পর্দা থেকে কেউ চোখ ঘোরাতে পারবেনা। আর সম্ভবত এর কারণেই বাড়বে গাঁটছড়ার টিআরপি।

Related Articles

Back to top button