Anurager Chowa: দুমদাম সবাই মা কালী হয়ে যাচ্ছে! ঝড়ের বেগে ভাইরাল অনুরাগের ছোয়া’র নতুন প্রোমো, রইলো ভিডিও

কয়েকদিন ধরে দর্শকদের মাঝে খুব জনপ্রিয়তা পেয়েছে স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa)। বর্তমানে বেশ জমজমাট পর্ব দেখানো হচ্ছে ধারাবাহিকে। টিআরপি তালিকাতেও হুট করে গতি বাড়িয়ে সেরা ৫ এর মধ্যে জায়গা করে নিয়েছে দীপা। এরই মাঝে আরও একটি দুর্দান্ত প্রোমো প্রকাশ্যে এলো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের। যা দেখে প্রশংসার ঝড় তুলে দিচ্ছেন দর্শকেরা।
বর্তমানে শ্বশুর বাড়ি দিয়ে বেড়িয়ে এসেছে দীপা কিন্তু শাশুড়ি মা লাবণ্য সেন তাঁর পাশে আছে। কিন্তু দীপাকে কিডন্যাপ করে নিয়ে যায় লাবণ্য সেনের শত্রু কুমারবাবু। অন্যদিকে দীপাকে খুন করার মিথ্যা দায়ে জেল খাটছে সূর্য। জমজমাট সাসপেন্স এবং রহস্যের মধ্যে দিয়ে যাচ্ছে গল্প।

তবে আগামী পর্বের প্রোমো ভিডিওতে দেখানো হয় যে নিজের স্বামীকে বাঁচাতে এবার মা কালীর রূপ নেবে দীপা। একটা ঘরের মধ্যে দীপাকে দড়ি দিয়ে বেধে বাইরে যাবে কুমারবাবু। পরে ঘরে ফিরতেই তাঁর সামনে মা কালীরূপে দাঁড়াবে দীপা। এরকম আকর্ষণীয় প্রোমো সচরচর দেখা যায়না যা দেখে খুশি অনুরাগের ছোঁয়া ভক্তরা।
কিন্তু আবার অনেক নেগেটিভ রিভিউও পাচ্ছে প্রোমোটি। সোশ্যাল মিডিয়ায় চ্যানেলের কমেন্ট বক্সে প্রকাশ্যে জানাচ্ছেন তাদের মন্তব্য। সেখানে অভিজিৎ নামে এক ব্যক্তি লিখেছেন, ‘মহালয়া ফ্লপ করায় পাঁচতলা মল এখন সারাবছর মহালয়া।’ এরকম মন্তব্যের কারণ এইবছর স্টার জলসার মহালয়ায় দেবী মহাকালী রূপে অভিনয় করেছিলেন দীপা অর্থাৎ স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh)। তাই আবারো সিরিয়ালের মধ্যে দুম করে মা কালীর রূপে তাঁকে দেখে ট্রল করছেন নেটিজেনরা।