১০ বছরের সম্পর্ক শেষ! বাস্তবে প্রেম করছেন ‘যমুনা ঢাকি’ সিরিয়ালের তারকারা

পূজার মধ্যেই টেলিপাড়া থেকে আরও একটি নতুন সম্পর্কের কথা শোনা গেল। এবার গুঞ্জনে অন্যতম জনপ্রিয় টেলি অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharya)। অনেকদিন ধরেই নেটিজেনরা অনুমান করতে পারছিল কার সাথে প্রেম করছেন শ্বেতা। অবশেষে নিজেই জানিয়ে দিলেন তার সম্পর্কের কথা।

কয়েকদিন আগেই ১০ বছরের সম্পর্ক ভেঙেছে তার। এরই মাঝে জি বাংলার অন্যতম জনপ্রিয় নায়ক রুবেল দাস (Rubel Das)-এর সঙ্গে সম্পর্কের কথা শোনা যাচ্ছে সে তার। গত ২১ শে সেপ্টেম্বর ছিল শ্বেতার জন্মদিন। এই দিন রুবেল গেছিলেন শ্বেতার বাড়ি। সেই দিন সোশ্যাল মিডিয়ায় একটি ছবিও পোস্ট করেন শ্বেতা।

সেই ছবিতে শ্বেতা ক্যাপশন দেন ফ্যামিলি। আর সেই থেকেই তাদের প্রেমের চর্চা শুরু হয়েছে। রুবেলও অন্য এক সম্পর্কে ছিলেন যা ভেঙে গেছে অনেকদিন আগেই। তবে কেন পুরোনো সম্পর্ক ভেঙে নতুন সম্পর্কে এলেন দুজনেই, সেই জবাবটা দিলেন শ্বেতা।

এই নিয়ে তিনি বলেন আমরা দুজনেই ভালো ছিলাম না সেই সম্পর্কে তাই বেরিয়ে এসেছি। তাহলে কি বলা চলে প্রেম করছেন রুবেল ও শ্বেতা। রুবেল আমার কাছের মানুষ, সে আমার ভাললাগা গুলোকে মূল্য দেয়। সে আমার পরিবারের সাথে মিশে গেছে। কিন্তু আমরা এখনই এই সম্পর্কের কোনো শীলমোহর দিতে চাইছি না, বললেন শ্বেতা।

১৫ বছরের বেশি সময় ধরে একে অপরকে চিনতেন তারা। একসঙ্গে নাচও নাকি শিখেছেন। পরে ‘যমুনা ঢাকি’ (Jamuna Dhaki) সিরিয়ালে কাজ করার সময় আরো ভালো সম্পর্ক গড়ে ওঠে তাদের মাঝে। এমনটাও শোনা গেছে রুবেল নাকি প্রপোজ করেছে শ্বেতাকে।

দুই পরিবার একসাথে দেখাও করেছে। শ্বেতার জন্মদিনে তার ঘর সাজিয়ে দিয়েছিলেন রুবেল নিজেই। এই নিয়ে রুবেলও কিছু মন্তব্য করেন, আমার পরিবারের সকলেই পছন্দ করে শ্বেতাকে। যেদিন সম্পর্ক নিয়ে আমরা দুজনে নিশ্চিত হবো সেদিন সকলকে জানিয়ে দেবো।

Follow BanglaSerials.Com on Google News

Related Articles

Back to top button
close
রাঙা বউ শ্রুতি দাসের কত নম্বর সিরিয়াল? সুস্মিতা দে এর জীবনের কিছু গোপন কথা। ঐন্দ্রিলা শর্মার জীবনের কিছু গোপন কথা। পিলু নায়িকা মেঘা দাঁ এর জীবনের কিছু গোপন কথা। The Personal Life of Gatchora fame Shreema Bhattacherjee
রাঙা বউ শ্রুতি দাসের কত নম্বর সিরিয়াল? সুস্মিতা দে এর জীবনের কিছু গোপন কথা। ঐন্দ্রিলা শর্মার জীবনের কিছু গোপন কথা। পিলু নায়িকা মেঘা দাঁ এর জীবনের কিছু গোপন কথা। The Personal Life of Gatchora fame Shreema Bhattacherjee