কৌশিক রায়ের বদলে এবার তৃণা সাহার সাথে বিক্রম চ্যাটার্জী, শীঘ্রই আসছে Khorkuto 2! রইলো বিস্তারিত

গত ২১ আগস্ট শেষ হয়ে গেছে স্টার জলসার এককালের সেরা ধারাবাহিক ‘খড়কুটো’ (Khorkuto) ৭১৫ পর্ব সম্পূর্ণ করে বিদায় জানিয়েছে এই ধারাবাহিক। প্রথম থেকে ধারাবাহিকের গল্প দর্শকদের আকৃষ্ট করেছিল তবে সিরিয়ালের শেষটা সবাইকে কাঁদিয়ে ছেড়েছে। গুনগুনের আকস্মিক মৃত্যু এখনো মানতে পারছে না দর্শক। তবে ধারাবাহিকের অন্তিম পর্বে দর্শকদের শান্তনা দিয়েছে কর্তৃপক্ষ।
শেষ পর্বে দেখা যায় ডাঃ মজুমদারের মেয়ে গুনগুন সেই গুনগুনের মতই। এদিকে ইশানকেও দেখতে অবিকল তাঁর বাবার মতই। ঠিক যেভাবে গুনগুন আর বাবিনের গল্প শুরু হয়েছিল ঠিক সেভাবেই আরম্ভ হল গুনগুন-ইশান এর কাহিনী। তবে সেটা আর দেখানো হয়নি। তাই খড়কুটো সিজন ২ আসার খবরটা সামনে আসছে। কর্তৃপক্ষ সরাসরি মুখ খোলেনি তবে তারাও আভাস দিয়েছে যে খড়কুটো ২ আসার সম্ভাবনা অবশ্যই আছে।

ইতিমধ্যে টেলি পাড়াতে জোড় গুঞ্জন, খড়কুটো ২ তে নাকি ইশান চরিত্রে মুখ বদল হবে। ইশানের চরিত্রে টেলি অভিনেতা কৌশিক রায়ের বদলে নাকি বিক্রম চ্যাটার্জী’কে দেখা যাবে। যেহেতু তিনি এর আগেও ‘ফাগুন বউ’ (Phagun Bou) সিরিয়ালের মাধ্যমে ডাঃ হিসেবে জনপ্রিয় হয়েছেন। তাই খড়কুটোর দ্বিতীয় সিজন, যেটা অনেকটা মেডিকেল ড্রামা হতে পারে তাতে নাকি বিক্রম’কে দেখা যাবে।
তবে এটা আদৌ সত্যি কিনা তা জানা যায়নি। চ্যানেল কর্তৃপক্ষ বা প্রোডাকশান হাউস দ্বারা এখনো কনফার্ম করা হয়নি। দেখা যাক অফিসিয়ালি কোন আপডেট সামনে আসে কিনা।