ফিরছে কুসুম দোলা! আবারো নিয়মিত টিভি পর্দায় দেখা যাবে, জানুন কীভাবে

একসময়ের স্টার জলসা (Star Jalsha)-র অন্যতম জনপ্রিয় সিরিয়াল হল ‘কুসুম দোলা’ (Kusum Dola)। ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলান ঋষি কৌশিক (Rishi Kaushik), মধুমিতা সরকার (Madhumita Sarcar) এবং অপরাজিতা ঘোষ দাস (Aparajita Ghosh Das)। ২০১৬ সালে মুক্তি পাওয়া এই ধারাবাহিক টানা দুবছর স্টার জলসাকে ভালো টিআরপি পাইয়ে দিয়েছিল। অবশেষে ২০১৮ সালে ধারাবাহিকটিকে শেষ করে দেওয়া হয়।
তবে বর্তমানে আপনি আবারো দেখতে পারবেন কুসুম দোলা। হ্যাঁ, আবারো টিভি পর্দায় নিয়মিত দেখা যাবে কুসুম দোলা সিরিয়ালের গল্প। কিন্তু এবার স্টার জলসায় নয় এবার দেখা যাবে ‘স্টার মা’ চ্যানেলে। কারণ কুসুম দোলা সিরিয়ালটি তেলুগু ভাষায় রিমেক তৈরি হচ্ছে।

এর ফলে যারা একটু আধটু তেলুগু ভাষা বোঝেন তাঁরা আবারো কুসুম দোলা সিরিয়ালের গল্প উপভোগ করতে পারবেন। এই নিয়ে বেজায় খুশি সিরিয়াল প্রেমী বাঙালি দর্শকেরা। কিন্তু মোটেও খুশি নয় তেলুগু ফ্যানেরা।
কারণ এর আগেও কুসুম দোলা সিরিয়ালটিকে চারটি ভাষায় রিমেক করা হয়েছে। হিন্দিতে ‘গুম হে কিসিকে প্যার মে’, তামিল ভাষায় ‘নেঞ্জাম মারাপ্পাথিল্লাই’ নামে, কন্নড় ভাষায় ‘মারালি মানাসজিদে’ নামে এবং মারাঠি ভাষায় ‘লাগ্নাচী বেদী’ নামে। দর্শকেরা একই গল্পের আরো একটি রিমেক দেখতে চায় না। তাই তেলুগু দর্শকেরা অখুশি এই খবরে।