দিদি নাম্বার ওয়ানে আসছে মিঠাই! অবশেষে ফ্যানদের কথা শুনলো কর্তৃপক্ষ, জানুন কবে দেখা যাবে সেই পর্ব

অনেকদিন ধরেই মিঠাই (Mithai) ভক্তদের একটা আক্ষেপ ছিল, আর সেটাই এবার পূরণ করতে চলেছে চ্যানেল কর্তৃপক্ষ। বর্তমানে জি বাংলা (Zee Bangla)-র অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো হোলো দিদি নাম্বার ওয়ান (Didi No. 1)। এই শোতে অনেক নায়ক নায়িকাদের আনা হয়েছে এমনকি প্রতিপক্ষ চ্যানেলের নায়ক নায়িকাদেরও আসতে দেখা গেছে। কিন্তু কখনও মিঠাই ধারাবাহিকের নায়ক নায়িকাদের এই শোতে দেখা যায়নি।

কিছুদিন আগেই স্টার জলসা আয় তবে সহচরী সিরিয়ালের নায়ক-নায়িকারা এসেছিলেন দিদি নাম্বার ওয়ানে। কিন্তু এখনো পর্যন্ত ডাক পায়নি মিঠাই। আর এই কারণেই আরো রেগে গিয়েছিলেন মিঠাই দর্শকেরা।

মিঠাই ভক্তদের অনেক দিনের ইচ্ছা সৌমিতৃষাকে দিদি নাম্বার ওয়ানে দেখার। তার নিজের মুখ থেকে নিজের জীবনের কথা শুনতে চায় দর্শকেরা। এই নিয়েই দর্শকদের আক্ষেপ ছিল। তবে অবশেষে তাদের জন্য একটা ভালো খবর সামনে এলো।

দিদি নাম্বার ওয়ানে আসছে মিঠাই ও তাঁর সঙ্গী হচ্ছেন শ্রীতমা। হ্যাঁ একদম কনফার্ম খবর, এবার দিদি নাম্বার ওয়ানে দেখা যাবে মিঠাই অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু এবং দিয়া মুখার্জি কে। তবে তাদের সঙ্গে সিড অর্থাৎ অভিনেতা অদ্রিত রায় আসছে কিনা তা এখনো জানা যায়নি।

পুজোর পরেই জি বাংলার পর্দায় সম্প্রচারিত হতে দেখা হবে সেই এপিসোডের প্রোমো। এবং তাঁর কয়েকদিনের মধ্যেই আপনারা টিভির পর্দায় দেখতে পারবেন। তো এই খবর শুনে আপনি কতটা খুশি কমেন্ট করে জানান।

Follow BanglaSerials.Com on Google News

Related Articles

Back to top button
close
রাঙা বউ শ্রুতি দাসের কত নম্বর সিরিয়াল? সুস্মিতা দে এর জীবনের কিছু গোপন কথা। ঐন্দ্রিলা শর্মার জীবনের কিছু গোপন কথা। পিলু নায়িকা মেঘা দাঁ এর জীবনের কিছু গোপন কথা। The Personal Life of Gatchora fame Shreema Bhattacherjee
রাঙা বউ শ্রুতি দাসের কত নম্বর সিরিয়াল? সুস্মিতা দে এর জীবনের কিছু গোপন কথা। ঐন্দ্রিলা শর্মার জীবনের কিছু গোপন কথা। পিলু নায়িকা মেঘা দাঁ এর জীবনের কিছু গোপন কথা। The Personal Life of Gatchora fame Shreema Bhattacherjee