TRP List: ফিরতে পারলো না মিঠাই, অন্যদিকে বদলে গেলো বেঙ্গল টপারের মুখ, রইলো সম্পূর্ণ টিআরপি তালিকা

প্রতি সপ্তাহের মতো এবারও বছরের ৩৮ তম সপ্তাহে সঠিক সময়ে প্রকাশ হয়েছে বাংলা সিরিয়ালের টিআরপি তালিকা (Bengali Serials TRP List)। যার জন্য সিরিয়াল প্রেমী দর্শকেরা সকাল থেকে অপেক্ষা করে থাকেন। এটা জানার জন্য যে তাদের পছন্দের সিরিয়াল টিআরপি তালিকায় জিতলো কিনা। প্রতি বৃহস্পতিবার দুপুর ১২ টার মধ্যেই প্রকাশ হয়ে যায় টিআরপি তালিকা।
গত সপ্তাহে ‘মিঠাই’ (Mithai) প্রেমীদের জন্য বেশ একটা ভালো যায়নি। কারণ এই প্রথম মিঠাই টিআরপি তালিকার সেরা পাঁচের থেকে বাইরে বেরিয়ে গেছিল অর্থাৎ মিঠাই গত সপ্তাহে তার সর্বনিম্ন রেটিং পেয়েছিল। তবে এই সপ্তাহেও মিঠাই ভক্তদের খুশি করতে ব্যর্থ হলো মোদক পরিবার।

আশা করা যাচ্ছিল মিঠাই হয়তো এই সপ্তাহে তার স্থানে কামব্যাক করবে কিন্তু না ব্যর্থ হলো মিঠাই। গত সপ্তাহের থেকে আরও টিআরপি রেটিং কমে গেছে তার। টেলিপাড়া থেকে এমনটাও গুঞ্জন আসছে যদি এভাবেই মিঠাইয়ের টিআরপি কমতে থাকে তাহলে পুজোর পরেই হয়তো বন্ধ করে দেয়া হবে সিরিয়ালটি।
তবে সেই সব পরের কথা। বর্তমানে এই সপ্তাহে বেঙ্গল টপার হয়েছে ‘গাঁটছড়া’ (Gatchora) যার প্রাপ্ত নম্বর ৮.১ এবং দ্বিতীয় স্থানে আছে ‘ধুলোকনা’ (Dhulokona) যার প্রাপ্ত নম্বর ৮.০। পরপর আঁটের ঘরের প্রথম দুটি স্লট পেয়েছে স্টার জলসা (Star Jalsha)। এরপর ৭.৭ রেটিং নিয়ে তৃতীয় স্থানে আছে ‘গৌরি এলো’ (Gouri Elo) এবং চতুর্থ স্থানে আছে ‘আলতা ফড়িং’ (Alta Phoring) যার প্রাপ্ত নম্বর ৭.২। তারপর ৭.০ রেটিং নিয়ে পঞ্চম স্থান পেয়েছে ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri)।
আর বেশি কথা না বাড়িয়ে তাহলে দেখে নেওয়া যাক এই সপ্তাহের সম্পূর্ণ টিআরপি তালিকা-
গাঁটছড়া – ৮.১ (প্রথম)
ধুলোকনা – ৮.০ (দ্বিতীয়)
গৌরী এলো – ৭.৭ (তৃতীয়)
আলতা ফড়িং – ৭.২ (চতুর্থ)
জগদ্ধাত্রী – ৭.০ (পঞ্চম)
লক্ষ্মী কাকিমা সুপারস্টার, মিঠাই – ৬.৭
মাধবীলতা – ৬.৫
খেলনা বাড়ি – ৬.২
অনুরাগের ছোঁয়া – ৬.১
সাহেবের চিঠি – ৫.৯
এই পথ যদি না শেষ হয় – ৫.৬
এক্কা দোক্কা, নবাব নন্দিনী – ৫.১
পিলু, লালকুঠি – ৪.৬
হরগৌরী পাইস হোটেল – ৪.৫
বোধিসত্ত্বর বোধবুদ্ধি – ৩.৮
গুড্ডি, উড়ন তুবড়ি – ৩.৪
গোধূলি আলাপ – ২.৯
দিদি No.1 – ২.৭
শিশু ভোলানাথ – ২.২
রাধাকৃষ্ণ – ১.৫
বিক্রম বেতাল – ১.১
Non Fiction Shows
রান্নাঘর – ১.২
সা রে গা মা পা – ৫.২
দিদি No.1 (সানডে ধামাকা) – ৫.৬
ডান্স ডান্স জুনিয়র – ৪.০
সেরা পাঁচের মধ্যে স্টার জলসার তিনটি ধারাবাহিক রয়েছে যার মধ্যে দুটি আঁটের ঘরের। তাই বলাই যায় স্টার জলসা টিআরপি প্রতিযোগিতার দিক দিয়ে অনেকটা এগিয়ে আছে জি বাংলার থেকে। অন্যদিকে মিঠাইয়ের টিআরপি কমে যায় বেশ একটা ভালো লক্ষণ নয়। তবে তা তো পুজোর পরেই জানা যাবে মিঠাইয়ের সাথে কি হবে।