শন ব্যানার্জি ও সৃজলা গুহকে আবার দেখতে চাইলে VOTE করুন
স্টার জলসার নতুন সিরিয়াল কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ। কিছুদিন আগেই যার প্রথম প্রোমো প্রকাশ্যে এসেছে। তবে প্রোমোটা ছিল Animation এর মাধ্যমে, কোন অভিনেতা বা অভিনেত্রীকে দেখানো হয়নি। তবে এবার উড়তে উড়তে খবর এসেছে কমলা ও শ্রীমান পৃথ্বীরাজে নাকি শন ব্যানার্জি (Sean Banerjee) ও সৃজলা গুহ (Srijla Guha)-কে দেখা যাবে। তবে এটা কতটা সত্যি তা এখনো জানা যায়নি।

কারণ টেলিপাড়ার একদল বলছে তারা ঋষি-পিহু জুটি আর দেখতে চায়না এবং শ্রীমান পৃথ্বীরাজে নাকি তারা নেই। তবে এখনো এই বিষয়ে চ্যানেল অথবা অভিনেতারা কাছ থেকে কোন Statement সামনে আসেনি।
আরও পড়ুনঃ বাংলা মিডিয়াম ধারাবাহিকের তারকাদের আসল নাম ও বয়স
তাই আমরা একটা অনলাইন Voting এর মাধ্যমে অভিনেতা এবং চ্যানেলকে জানাতে চাই যে ঋষি-পিহু জুটি আবার পর্দায় দেখতে মানুষ কতটা আগ্রহ। তাই আপনি যদি শ্রীমান পৃথ্বীরাজে শন ব্যানার্জি ও সৃজলা গুহকে দেখতে চান তাহলে নীচে Vote করে সমর্থন জানান।