বন্ধ হয়ে যাচ্ছে জি বাংলার পিলু, কবে হবে শেষ সম্প্রচার! জানুন বিস্তারিত

একসময়ে জি বাংলায় সেরা ধারাবাহিক গুলোর মধ্যে ছিল ‘পিলু’ (Pilu)। কিন্তু গত কয়েকমাস ধরে টিআরপি তালিকায় (TRP List) ভালো নম্বর আনতে না পাড়ার জন্য বন্ধ হতে চলেছে। অন্যদিকে জি বাংলায় আসছে আরো একটি নতুন ধারাবাহিক ‘নিম ফুলের মধু’ (Neem Phuler Modhu)। যার জন্য টাইম স্লট ফাঁকা করতে হত চ্যানেলের। সব দিকে খেয়াল রেখেই চ্যানেল কর্তৃপক্ষ বাধ্য হয়ে পিলু ধারাবাহিকটি বন্ধ করে দিচ্ছে।
তবে এর আভাস দর্শকরা আগে থেকেই পেয়েছিল। নতুন সিরিয়াল আসলে যে জি বাংলায় একটি সিরিয়াল বন্ধ করে দেওয়া হবে এই গুঞ্জন টেলিপাড়ায় অনেকদিন ধরেই হচ্ছে। কেউ কেউ অনুমান করেছিল হয়তো ‘মিঠাই’ (Mithai) ধারাবাহিকটিকে বন্ধ করে দেবে চ্যানেল। কারণ কয়েক সপ্তাহ ধরে ভালো টিআরপি দিতে পারছে না মিঠাই।

অবশেষে অফিশিয়াল আপডেট সামনে এলো যে সামনের মাসে অর্থাৎ নভেম্বর মাসের প্রথম সপ্তাহতেই শেষ শুটিং হবে পিলুর। পুলির শেষ হয়ে গেলে সেই একই স্টুডিওতে হবে নিম ফুলের মধু সিরিয়ালের শুটিং। তবে তাঁর আগে শুটিং সেটে কিছু রদবদল করা হবে।
প্রথম থেকেই পিলু ধারাবাহিকের মূল আকর্ষণ ছিল দুই ভিন্ন সংগীতের দণ্ড। কিন্তু পরবর্তীকালে গল্প সম্পূর্ণ ভাবে বদলাতে শুরু করে। সিরিয়ালের প্রধান চরিত্র আসতে আসতে পার্শ্ববর্তী চরিত্রে পরিণত হতে থাকে। গল্পের শুরুতে যারা প্রধান নায়ক এবং নায়িকা ছিলেন অর্থাৎ আহির-পিলুর পরিবর্তে বর্তমান গল্পে রঞ্জা-মল্লা প্রধান চরিত্র হয়ে ওঠে।
আর এটাই মেনে নিতে পারেনি সিরিয়ালপ্রেমী মানুষেরা। তাদের মতে সিরিয়ালের নাম পিলু সেখানে নায়িকাকে পার্শ্ববর্তী চরিত্র হিসেবে দেখানো হচ্ছে। আর এই কারণেই দর্শকেরা আকর্ষণ হারায়। আর ফলে বন্ধ হয়ে যাচ্ছে পিলু। নভেম্বর মাসের ৪ অথবা ৫ তারিখে সম্ভবত জি বাংলার পর্দায় পিলু ধারাবাহিকের শেষ পর্ব সম্প্রচার করা হবে।