টেলিপাড়ার নতুন জুটি ছোট পর্দার ঋষি এবং রাণীমা, কবে আসছে নতুন সিরিয়াল!

Sean Banerjee and Ditipriya Roy coming together on the big screen

এবার পর্দায় জুটি বাঁধতে চলেছেন রাণী রাসমনির দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy) এবং মন ফাগুন ধারাবাহিকের ঋষি ওরফে শন ব্যানার্জি (Sean Banerjee)। দুজনেই তাদের জীবনের শুরুতে ছোটপর্দা থেকেই জনপ্রিয়তা পেয়েছেন। তবে এবার তারা ছোট পর্দায় ফিরছেন না। এবার এই জুটি কে দেখা যাবে বড়পর্দায়।

সকলেই জানে মন ফাগুন ধারাবাহিক শেষ হওয়ার পর শন ব্যানার্জি কে আর পর্দায় দেখা যায়নি। কারণ তিনি রুপোলি পর্দার ছবি নিয়ে ব্যস্ত। হ্যাঁ এটা তার প্রথম বড়পর্দার ছবি নয় এর আগেও শনকে বড় পর্দায় একটি খলনায়কের চরিত্রে দেখা গেছে। সেই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)।

Sean Banerjee and Ditipriya Roy in a new film

কিছুদিন আগেই টেলিপাড়ায় গুঞ্জন ছড়িয়ে ছিল এসকে মুভিজ (Eskay Movies) এর আসন্ন একটি ছবিতে দেখা যাবে যশ দাশগুপ্ত (Yash Dasgupta) এবং দিতিপ্রিয়া’কে। তবে এই মুহূর্তে শোনা যাচ্ছে কোনো কারণবশত এই ছবিতে অভিনয় করছেন না যশ। তারি পরিবর্তে দিতিপ্রিয়ার বিপরীতে বেছে নেওয়া হয়েছে শন ব্যানার্জি’কে। ছবিটিতে আরো থাকছেন বাংলা ওয়েব সিরিজ ‘শ্রীকান্ত’ খ্যাত ঋষভ বসু (Rishav Basu)।

আরও পড়ুনঃ আসছে ‘ইয়ারিয়া ২’! বলিউডে পারি দিতে চলেছেন সিরিয়াল জগতের ‘অরণ্য’ যশ দাশগুপ্ত

ছবির কেন্দ্রবিন্দু দিতিপ্রিয়া ওরফে জিয়া এবং ঋষভ বসু ওরফে অভি এই দুই দম্পতিকে নিয়ে। যারা লন্ডনে বসবাস করেন কিন্তু তাদের মধ্যে বোঝাপড়ার অভাব। এদের মধ্যেই তৃতীয় ব্যক্তি হয়ে আগমন ঘটবে রনজয়ের। এই রনজয় চরিত্রে অভিনয় করবেন শন ব্যানার্জি।

Follow BanglaSerials.Com on Google News

Related Articles

Back to top button
close