সৃজলার নামে মিথ্যা খবর রটাচ্ছে এক জনপ্রিয় সংবাদ মাধ্যম, এবার মুখ খুললেন সৃজলা গুহ নিজেই

সম্প্রতি স্টার জলসায় ডান্স ডান্স জুনিয়র সিজন ৩ (Dance Dance Junior 3) এর একটি এপিসোডের শুটিং এর জন্য গিয়েছিলেন মন ফাগুন খ্যাত ‘পিহু’ অর্থাৎ সৃজলা গুহ (Srijla Guha)। তারপর স্টার জলসার তরফ থেকে সেই এপিসোডের একটি প্রমো সামনে আসে। সেই প্রোমো ভিডিওতে সৃজিলা’কে বেলি ডান্স করতে দেখা যায়। আর তা নিয়েই একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে তাঁকে একটি খবর প্রকাশ হয়।

সৃজলা গুহর বেলি ডান্স দেখে অনেকেই বলেছেন তিনি নাকি বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি কে কপি করেন। সেই জনপ্রিয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী এই বিষয়ে নিয়ে অভিনেত্রী বলেছেন, আমার নিন্দুকরা অনেকেই আমার অনুষ্ঠান দেখে বলে আমি নাকি নোরা ফাতেহি কে কপি করছি। কে নোরা, ও বিখ্যাত হওয়ার আগে থেকেই আমি বেলি ডান্স করছি। সুতরাং এটা বললে আমি মোটেও মানবো না।

সেই জনপ্রিয় সংবাদ মাধ্যমের কথা অনুযায়ী নাকি অভিনেত্রী নিজেই নাকি এই কথাগুলো বলেছিলেন। কিন্তু এবার এই নিয়ে অভিনেত্রী নিজেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে জানান, তিনি এইরকম কোন কথা নাকি বলেনি।

সৃজলা তাঁর ভক্তদের উদ্দেশ্যে আরো বলেন ভবিষ্যতে যদি কখনো আমাকে নিয়ে কোন খবর পান। তখনই বিশ্বাস করবেন যখন সেটা আমি নিজে আপনাদের জানাবো অথবা আমাকে এই ভিডিওটিতে যেমন দেখছন আমি নিজে বলছি। সেরকম যখন আমাকে নিজে বলতে দেখবেন তখনই বিশ্বাস করবেন।

Follow BanglaSerials.Com on Google News

Related Articles

Back to top button
close