Gatchora: বাংলা জয়ের পর এবার পারি কন্নড়ে! অনেক বড় প্রাপ্তি গাঁটছড়া নির্মাতাদের, সঙ্গে খুশি ঋদ্ধি-খড়ি ভক্তরা

সুন্দর গল্প এবং অভিনয়ের মাধ্যমে বাংলার মানুষদের মন জয় করার পর এবার ‘গাঁটছড়া’ (Gatchora) ধারাবাহিকটি তৈরি হচ্ছে কন্নড় ভাষায়। তিন বোন এবং তিন ভাইয়ের গল্প নিয়ে তৈরি এই ধারাবাহিক। গাঁটছড়া নির্মাতাদের জন্য অনেক বড় প্রাপ্তি যে বাংলায় তৈরি গল্প এবার তৈরি রিমেক হতে চলেছে কন্নড় ভাষাতে। শুধু কন্নড় না হিন্দি ভাশাতেও রিমেক হচ্ছে গাঁটছড়ার।
গল্পে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যায় জনপ্রিয় টেলি অভিনেত্রী শোলাঙ্কি রায় (Solanki Roy) এবং অভিনেতা গৌরব চ্যাটার্জী (Gourab Chatterjee)-কে। যারা বহুদিন ধরে সিরিয়াল দেখেন তারা জানেন দুজনই তাদের অভিনয়ের মাধ্যমে মানুষকে মুগ্ধ করে দিতে পারেন। বাংলায় তাদের জনপ্রিয়তা প্রচুর। এছাড়াও গল্পে গৌরবের ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন অনিন্দ্য চ্যাটার্জী (Anindya Chatterjee) ও রিয়াজ লস্কর (Riaz Laskar) এবং শোলাঙ্কির বোনেদের ভূমিকায় অভিনয় করেছেন শ্রীমা ভট্টাচার্য (Shreema Bhattacherjee) এবং অনুশকা গোস্বামী (Anushka Goswami)।

কন্নড় ভাষায় ধারাবাহিকটির নাম রাখা হয়েছে ‘কাথেয়ন্দু শুরুভাগীদে’। যেখানে খড়ির চরিত্রে অভিনয় করবেন কন্নড় টেলিভিশন অভিনেত্রী আকশাতা দেশপান্ডে (Akshata Deshpande)। গাঁটছড়া ভক্তদের জন্য এটা খুবই গর্বের যে তাদের প্রিয় জুটির গল্প ভাষার গণ্ডি পেরিয়ে এবার কন্নড় এবং হিন্দিতেও দেখেনো হবে। ইতি মধ্যে সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয়ে গেছে কাথেয়ন্দু শুরুভাগীদে’র প্রোমো ভিডিও।