বর্তমানে কি করছেন মন ফাগুন ধারাবাহিকের তারকারা! দেখুন ছবি
মনে আছে মন ফাগুন সিরিয়ালের ঋষিপিহুর কথা, দেখুন এখন তারা কি করছেন

একসময় স্টার জলসার অন্যতম সেরা জুটি ছিল মন ফাগুন (Mon Phagun) ধারাবাহিকের ঋষিপিহু জুটি। তবে দুমাস আগে হঠাৎ বন্ধ করে দেওয়া হয় ধারাবাহিকটিকে। পাক্কা একবছর এবং একমাস স্টার জলসা (Star Jalsha)-র পর্দায় সম্প্রচার হয়েছে সিরিয়ালটি। সিরিয়ালটি হঠাৎ বন্ধ করে দেওয়ার মূল কারণ তার টিআরপি তালিকায় ভালো রেটিং না পাওয়া এবং স্টার জলসায় নতুন সিরিয়াল আসা। যার ফলে টাইম স্লট ফাঁকা করতে হয় স্টার জলসাকে।
তবে জানেন কি বর্তমানে কি করছে মন ফাগুন ধারাবাহিকের তারকারা। কিছুদিন আগেই স্টার জলসার ডান্স ডান্স জুনিয়র সিজন 3 (Dance Dance Junior Season 3) এর একটি এপিসোডে দেখা হয়েছিল সৃজলা গুহ (Srijla Guha) কে। তবে তিনি জজ হয়ে আসেননি তিনি এসেছিলেন একজন গেস্ট হয়ে। বর্তমানে অন্য কোন ধারাবাহিকের সঙ্গে জড়িত নেই সৃজলা।

একটানা এত কাজ করার পর এবার একটু ব্যস্ত জীবন থেকে ছুটি নিয়েছে টিভি পর্দার পিহু। তাইতো তার ইনস্টাগ্রাম খুললেই দেখা যায় নতুন নতুন জায়গায় ঘুরতে গিয়েছেন এবং জীবনকে উপভোগ করছেন তিনি। আর সেই ছবি ভিডিও ভাগ করে নিচ্ছেন তার ভক্তদের সঙ্গে।
আরও পড়ুনঃ জানুন কবে এবং কোন সময়ে আসছে নীল-তিয়াশার ‘বাংলা মিডিয়াম’
অন্যদিকে মন ফাগুন ধারাবাহিকের আরেকটি প্রধান চরিত্র ঋষি অর্থাৎ শন ব্যানার্জি (Sean Banerjee)। তিনিও সিরিয়াল জগৎ থেকে একটু বিরতি নিয়েছেন। আর তাইতো জীবনকে উপভোগ করতে কখনো চলে যাচ্ছেন সমুদ্রের কাছে আবার কখনো চলে যাচ্ছেন পাহাড়ের মাঝে। আর সেই সমস্ত ছবি শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়।
মন ফাগুন ধারাবাহিকের অন্যতম প্রধান চরিত্র রুশা অর্থাৎ গীতাশ্রী রায় (Geetashree Roy)। যিনি ধারাবাহিকটিতে ঋষি এবং পিহুর দিদির চরিত্রে অভিনয় করেছিলেন। বর্তমানে তিনিও কোন সিরিয়ালের সঙ্গে জড়িত নেই। তবে ব্যস্ত আছেন তার ইউটিউব চ্যানেল নিয়ে। গীতাশ্রী শুধু যে একজন ভালো অভিনেত্রী তা নয় সঙ্গে তিনি একজন ভাল এন্টারটেইনিং ইউটিউব ব্লগারও।