শোলাঙ্কি রায়ের সব সিরিয়ালের নাম জানেন?
২০১৪ সালে কথা দিলাম সিরিয়ালের মাধ্যমে সিরিয়াল জগতে পারি দেন শোলাঙ্কি।
তারপর ২০১৫ সালে ইচ্ছে নদি সিরিয়ালে দেখা যায় তাঁকে।
এরপর জি বাংলার সাত ভাই চম্পা ধারাবাহিকে রানী পদ্মাবতীর চরিত্রে দেখা যায় তাঁকে।
২০১৮ সালে জামাই রাজা সিরিয়ালের একটি এপিসোডে দেখা যায় শোলাঙ্কিকে।
তারপর স্টার জলসার ফাগুন বউ ধারাবাহিকে একটি চরিত্রে বেশ কিছুদিন অভিনয় করেন।
এরপর ২০১৮ সালে প্রথমা কাদম্বিনী সিরিয়ালে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যায় তাঁকে।
বর্তমানে শোলাঙ্কি গাঁটছড়া ধারাবাহিকে একটি প্রধান চরিত্রে অভিনয় করছেন।