গাঁটছড়া তারকাদের প্রথম সিরিয়ালের নাম!

গাঁটছড়া অভিনেত্রী শোলাঙ্কি রায়ের প্রথম সিরিয়ালের নাম 'কথা দিলাম'। যা ইটিভি বাংলায় সম্প্রচার হত

Solanki Roy

গাঁটছড়া অভিনেতা গৌরব চ্যাটার্জীর প্রথম সিরিয়ালের নাম 'দুর্গা'। যা স্টার জলসায় সম্প্রচার হত।

Gourab Chatterjee

গাঁটছড়া অভিনেত্রী অনুষ্কা গোস্বামী এর প্রথম সিরিয়ালের নাম ‘দীপাবলির সাতকাহন’। যা আকাশ আঁট চ্যানেলে সম্প্রচার হত।

Anushka Goswami

গাঁটছড়া অভিনেতা রিয়াজ লস্কর এর প্রথম সিরিয়াল হল 'গাঁটছড়া'। এর মাধ্যমেই তাঁর অভিনয় জগতে অভিষেক ঘটে।

Riaz Laskar

গাঁটছড়া অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য এর প্রথম সিরিয়ালের নাম ‘নাগলীলা’। যা কালার্স বাংলায় সম্প্রচার হত।

Shreema Bhattacherjee

গাঁটছড়া অভিনেতা অনিন্দ্য চ্যাটার্জীর প্রথম সিরিয়ালের নাম 'মা তোমায় ছাড়া ঘুম আসেনা'। যা স্টার জলসায় সম্প্রচার হত।

Anindya Chatterjee

Next: স্টার জলসার মহালয়ায় দেবীর সব রূপ দেখুন।

Mahalaya 2022