পিলু কে চেনেন তো? তাহলে আজ পিলু নায়িকা মেঘা দাঁ এর জীবনের কিছু গোপন কথা জেনে নিন।

Written By

Bangla Serials

মেঘার জন্ম ২০০১ সালের ৬ অক্টোবর। বর্তমানে তাঁর বয়স ২১ বছর।

জন্ম

তিনি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিজ পরগনা জেলার মসলন্দপুর শহরে জন্মগ্রহণ করেন।

জন্মস্থান

২০০৬ সালে মাত্র ৫ বছর বয়সে ডান্স 'বাংলা ডান্স জুনিয়র' শোয়ের মাধ্যমে টিভি জগতে আত্মপ্রকাশ করেন।

প্রথম টিভিতে আসা

একটু বড় হয়ে ২০১২ সালে তিনি স্টার প্লাসের নাচের শো 'ইন্ডিয়াস ডান্সিং সুপারস্টার' -এ যান।

স্টার প্লাসে যাওয়া

২০২১ সালে তিনি জি বাংলার 'ডান্স বাংলা ডান্স' শোয়ের ফাইনালিস্ট হন।

ডান্স বাংলা ডান্স

ডান্স বাংলা ডান্স শেষ হওয়ার পরেই। ২০২২ এর শুরুতে পিলু নির্মাতারা তাঁকে প্রধান চরিত্র হিসেবে বেছে নেয়।

পিলু

পিলু চলাকালীন তাঁকে তিনবার দিদি নাম্বার ওয়ানে ডাকা হয়। কিন্তু তিনি দুইবার দিদি নাম্বার জয়ী হন।

দিদি নাম্বার ওয়ান

বর্তমানে মেঘা দাঁ জি বাংলার পিলু ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করছেন।

বর্তমান

Next: সৃজলা গুহ এর জীবনের কিছু গোপন কথা।