স্টার জলসার একটি শোতে আবার একসঙ্গে দেখা যাবে রোহান ও সৃজলা কে।

Written By

Bangla Serials

সৃজলা ও রোহানের প্রেমের কথা টেলিপাড়ায় সবাই জানে।

তবে গত বছর ব্রেকাপ হয়ে যায় তাদের।

বহুদিন পরে আবার একসাথে একমঞ্চে হাসি আড্ডায় দেখা যাবে তাদের।

স্টার জলসার ডান্স ডান্স জুনিয়র শোতে আবার এক হচ্ছেন সৃজলা গুহ এবং রোহান ভট্টাচার্য।

সেই এপিসোড টিভিতে সম্প্রচার হবে আগামী ১৫ এবং ১৬ সেপ্টেম্বর।

সেইদিন সৃজলার একটা সুন্দর ডান্স পারফর্মেন্সও দেখনো হবে।

Next: এই সপ্তাহের বাংলা সিরিয়ালের টিআরপি জানতে চান?