Written By
Bangla Serials
গত আগস্ট মাসের ২২ তারিখ টিভি পর্দায় শেষবার সম্প্রচার হয়েছিল মন ফাগুন।
তারপর থেকেই আলাদা পথে চলতে শুরু করেন মন ফাগুন তারকারা।
কাজ থেক বিরতি নিয়েই কিছুদিন আগেই সমুদ্র থেকে ঘুরে এসেছেন শন।
পুজোর মধ্যে কলকাতায় একটি ফটো শুটে দেখা গেছিলো তাঁকে।
পুজোর পরেই কয়েকদিন আবার পাহাড়ের মাঝে সময় কাটিয়ে এসেছেন।
বর্তমানে স্বাস্থ্যের পাশাপাশি নিজেকেও সময় দিচ্ছেন শন ব্যানার্জী।
তবে এখনই টিভি পর্দায় ফিরছেন না তিনি, নিজেকে একটু সময় দিতে চান।